• ঢাকা
  • মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধ করার দাবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০০ পিএম
অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধ করার দাবি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর “এ্যাডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক : রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধ করা ও উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর “এ্যাডহক কমিটি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন। রোববার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায় জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদ এর শুধু অবমাননা করাই নয়, পরিষ্কার ভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই। ১৯৭২ সালের ১৩ই ফেব্রুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি সংগঠন উপহার দিয়েছেন, যার নাম "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ”। আমরা সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর দেওয়া পবিত্র সংগঠন “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ” কে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অতিসত্তর ফেরৎ দেওয়ার বিনীত নিবেদন করছি।

তিনি অভিযোগ করে বলেন, দায়িত্ব প্রাপ্ত একটি চক্র রাজাকার ও অ-মুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় টাকার বিনিময়ে সন্নিবেশিত করছে, যাহা দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত অবমাননাকর।

মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকায় রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের নাম থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত ঘোষনা করেন। এর পরেও মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা একদল মুক্তিযোদ্ধা নামধারী স্বার্থান্বেষী মহল এই মুহুর্তে মুক্তিযোদ্ধাদের নির্বাচন দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। 

আমরা মনে করি, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হলে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মাঝে গ্রুপিং সৃষ্টি হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভূলণ্ঠিত হবে। এ ব্যাপারে আমরা সরকারের দেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নিরীখে  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর কমিটি যাহা মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশিত বিধায় মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তাবিত এ্যাডহক কমিটি অতিসত্তর অনুমোদনের ব্যবস্থা গ্রহনসহ বীর মুক্তিযোদ্ধাদের কার্যক্রম অতিতের ন্যায়- ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রাখার জন্য  প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ড. কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আঃ সালাম খান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোছাম্মৎ রুবিনা খান, বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এ্যাড. মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন মজুমদার সভাপতি মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হায়াত মিয়া (হেদায়েত), বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মমি সন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহমেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ বারেক, বীর মুক্তিযোদ্ধা কুদরতে আলম রিপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন মোয়াজীর, ধীর মুক্তিযোদ্ধা এম. এ. সেলিম সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধারা।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image