• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রিটেনে মন্ত্রিপরিষদে পরিবর্তনের আভাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৯ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৬ এএম
ব্রিটেন মন্ত্রিপরিষদ
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের চাপের মুখে অবশেষে মন্ত্রিপরিষদে পরিবর্তন আনছেন। শিগগিরই তিনি এ বিষয়ে মন্ত্রীদের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৈঠক করবেন বলে জানা গেছে।

এদিকে, বিরোধী লেবার পার্টির নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করলেও বরিস জনসন ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

জানা গেছে, সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সারকে সরিয়ে দেওয়া হতে পারে। হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রিস মগকেও অন্যত্র বদলি করা হতে পারে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরিস উপদেষ্টার কয়েকটি পদে পরিবর্তন আনছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী বরিসের পাঁচ জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। লকডাউনের কড়াকড়ির মধ্যে ডাউনিং স্ট্রিটে মদের পার্টি করে দলের ভেতরে-বাইরে পদত্যাগের চাপের মুখে আছেন। গত বছরের সেপ্টেম্বরে একবার মন্ত্রিপরিষদে রদবদল আনা হয়েছিল। ন্যাডিন ডোরিসকে সংস্কৃতিমন্ত্রী এবং লিজ ট্রাসকে পররাষ্ট্রমন্ত্রী পদে আনা হয়েছিল। আর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোমিনিক রাবকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়ে আসা হয়েছিল।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, লেবার পার্টির নেতা কেইর স্টারমারকে নিয়ে প্রধানমন্ত্রী বরিস যে বিরূপ মন্তব্য করেছিলেন তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন না।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image