• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কুলিয়াচরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪১ পিএম
পৌর প্যানেল মেয়র মো: হাবিবুর রহমানসহ অবস্থায় আরো কয়েকজন
বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

সোহানুর রহমান সোহান,  ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি: ১৬ জানুয়ারী কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিষাক্ত মদপানে  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন ও জহির রায়হান জজ, পল্লী চিকিৎসক গবিন্দ চন্দ্র বিশ্বাস এবং বাজিতপুর উপজেলার গাজিরচর ইউপির চিনিয়ারচর গ্রামের তৈয়ব আলীর ছেলে বিভাটেক -রিক্সা ড্রাইভার মোঃ শাজাহান মিয়ার মৃত্যু হয়েছে। এছাড়াও পৌর প্যানেল মেয়র মো: হাবিবুর রহমানসহ গুরুত্ব অবস্থায় আরো কয়েকজন ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ।

জানা যায়, গত ১৫ জানুয়ারী মধ্য রাতে নাজির দিঘি এলাকায় একটি উরসে বিষাক্ত মদপানের বিষক্রিয়া তাদের মৃত্যু হয়। এ আকস্মিক ঘটনায় কুলিয়াচর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকা বাসীর মাঝে শোকের ঝর নেমে এসেছে ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে, কুলিয়ারচর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান জানান, আমরা এ মর্মান্তিক ঘটনায় মর্মহত লাশ ময়না তদন্তের পর সঠিক তথ্য বা কারণ জানা যাবে। এছাড়াও কুলিয়ারচর থানার  অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তোফা মুঠো ফোনে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নি ; অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image