• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

 জামিন নিতে হাইকোর্টে বিএনপির নেতাকর্মীদের ভিড়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
হাইকোর্টে বিএনপির নেতাকর্মীদের ভিড়
হাইকোর্ট

নিউজ ডেস্ক : গত দুই মাসে বিএনপির প্রায় ১৫ হাজার নেতাকর্মী জামিন নিয়েছেন। গ্রেফতার এড়াতে আগাম জামিন নিতে ভিড় বাড়ছে হাইকোর্টে। যারা আসছেন তাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী। 

বুধবার (৩০ নভেম্বর) দেখা যায়, আগাম জামিন নিতে হাইকোর্টে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা।

জামিন নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা জানান, মিথ্যা বানোয়াট ও গায়েবি মামলায় তাদের আসামি করে মামলার নামে হয়রানি করা হয়েছে। কারো কারো দাবি, যে মামলায় তাদের আসামি করা হয়েছে, সে মামলার সঙ্গে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা ছিল না। শুধু প্রতিহিংসার জেরে তাদের মামলার আসামি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রোকনুজ্জামান সুজা বলেন, ‘মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ১৮৭ জনকে ও অজ্ঞাতনামা প্রায় ৫০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। সে মামলায় জামিনের জন্য আজ আমরা আবেদন করেছি।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত সময় সংবাদকে জানান, নাশকতার মতো গুরুতর অপরাধীদের আগাম জামিন দেয়া উচিত নয়। এমনকি আপিল বিভাগের যে নির্দেশনাগুলো রয়েছে, সেই আলোকে এ ধরনের মামলায় আগাম জামিনের কোনো সুযোগও নেই।   
 
বিএনপির হিসাবে ২২ আগস্টের পর থেকে গত তিন মাসে দেশের ৫৮ জেলায় ২৬১টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image