
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে লাইসেন্স বিহীন দুই হ্যাচারি মালিককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
আদালত সূত্রে জানা যায়,উপজেলার সামিউল মৎস্য হ্যাচারি ও নিরাপদ মৎস্য হ্যাচারিলাইসেন্স ছাড়াই মাছ উৎপাদন ও বিপণন করছিল। বুধবার দুপুরে ওই দুই হ্যাচারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সামিউল মৎস্য হ্যাচারি মালিককে ৩০ হাজার ও নিরাপদ মৎস্য হ্যাচারি মালিককে ২৫ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন, বলেন জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, গৌরীপুর থানার উপপরিদর্শক শুভ সাহা সহ সঙ্গীয় ফৌর্স।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: