• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ গ্রেপ্তার ৩


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৭ পিএম
ময়মনসিংহে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ
গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ তিন পাচারকারীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত শনিবার রাতে নগরীর শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ভারতীয় পণ্য পাচার হওয়ার খবরে একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই বাস থেকে ৭২০ পিস ভারতীয় শাড়ি ও ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই ভাই মো. আতাউর রহমান ও মজিবুর রহমান এবং ওলিউল্লাহ আহমেদ জয় নামের অপর ব্যক্তিকে। তাদের সবার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।

ভারতীয় পণ্য পাচারে ব্যবহৃত ‘মা আছিয়া’ পরিবহন নামক একটি বাস জব্দ করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা শেষে রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, চক্রটি পলাতক অন্যান্য সদস্যদের সহায়তায় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালানের মাধ্যমে ক্রয়-বিক্রয় করত। ঈদকে সামনে রেখে এদের তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image