• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জি-২০ সম্মেলনে মস্কোর প্রতি নিন্দায় চীনের বিরোধিতা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৯ এএম
দেশ ভারতও বিবৃতিতে যুদ্ধের প্রসঙ্গ তুলতে নারাজ
জি-২০ সম্মেলন

নিউজ ডেস্ক:  বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির দেশের জোট জি-২০ এর নেতারা ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার তীব্র নিন্দা করেছেন। তবে সম্মেলনে চীন ও রাশিয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, জি-২০ এর অন্যতম সদস্য রাশিয়া ইউক্রেনে তাদের পদক্ষেপকে 'বিশেষ সামরিক অভিযান' বলে অভিহিত করেছে, 'যুদ্ধ' নয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ এর শীর্ষ সম্মেলন।

জি-২০ কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজক দেশ ভারতও বিবৃতিতে যুদ্ধের প্রসঙ্গ তুলতে নারাজ। ভারত এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭ এর মিত্ররা ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার কঠোর নিন্দার বিষয়টি সামনে রাখতে বদ্ধপরিকর হলেও রাশিয়া ও চীনের প্রতিনিধিরা এর বিরোধিতা করছেন।

 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image