
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদির উদ্দেশে রওনা হন তিনি।
ইসলামিক সহযোগিতা সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে জেদ্দায় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়ী অভ্যর্থনা জানান সংশ্লিষ্টরা জানা গেছে, শেখ হাসিনা ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দিয়ে পরে যাবেন মক্কায়। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে ফেরার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গিয়ে অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: