• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৮ এএম
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিশাল কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪। এবারের প্রতিপাদ্য ছিল ‘ফার্মাসিস্ট: মিটিং গ্লোবাল হেল্থ নিডস’। বুধবার (২৫ সেপ্টেম্বর) আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। কি-নোট স্পিকার ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। আলোচনা সভায় বক্তারা ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং প্রেসক্রিপশন যাচাই, ওষুধ প্রস্তুতি, রোগীকে বিতরণ ও পরামর্শ প্রদানের মতো কাজের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আরও বলেন, চিকিৎসা সেবায় ধনী-গরীব বৈষম্য দূর করে সবার জন্য সুস্বাস্থ্যের নিশ্চয়তা প্রদান ফার্মাসিস্টদের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আজাদ বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, ধৈর্য্য ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে আরও অবদান রাখার সুযোগ রয়েছে। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আশীষ কুমার দাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিজ্ঞা কার্কি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তাসনিম আবির ও হৈমন্তী বর্মন পুজা। ফার্মা অলিম্পিয়াডসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রফেসর আজাদ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় অবদানের বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image