
আমান উল্লাহ খাঁন ফারাবী, চাঁদপুর প্রতিনিধি: উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দিন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলা পরিষদে আসলে তাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শিউলী হরি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: মোঃ জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওমালীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন জি এস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান সাউদ, পৌরসভার ৯ ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু।
পরে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন। একই সাথে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
ঢাকানিউজ২৪.কম / আমান উল্লাহ খাঁন ফারাবী
আপনার মতামত লিখুন: