নিজস্ব প্রতিবেদক : ডেমরার বাঁশেরপুল এলাকায় টিনের চাল লাগানোর সময় উপর থেকে নিচে পড়ে মোঃ সৌরভ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী সাইফুল জানান, ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি বাসায় টিনের চাল লাগানোর সময় সৌরভ হঠাৎ করেই উপর থেকে নিচে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
নিহত সৌরভের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার শান্তির হাট গ্রামে। তিনি ঢাকার ডেমরার বাঁশেরপুল এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: