
নিউজ ডেস্ক : ইউক্রেন প্রধানমন্ত্রীর ফোনকলই প্রমাণ করে বিশ্বব্যাপী নেতৃত্বের কোন উচ্চ পর্যায়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২০ জুন) সকালে সচিবালয়ে ২০২৩-২৪ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শুদ্ধাচার পুরস্কার পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনস্থ ১১টি দফতর ও সংস্থার সঙ্গে চুক্তি সই হয়।
প্রতিমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকাজ অব্যাহত রাখতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় সরকারের আগামী দিনের শোকেস মন্ত্রণালয়ে পরিণত হবে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথোপকথন হয়েছে। আমরা রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি।
ডেনিস শ্যামিহালের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন থেকে খাদ্য শস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: