
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়াস্থ নূরনগর স্টুডেন্ট ওয়েলয়েয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১ এপ্রিল শনিবারে ব্রাহ্মণবাড়িয়া এ মালেক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
এসয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুমি,সেচ্ছায় রক্তদান সংগঠনের (বাঁধন) ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখার সাবেক সহ সভাপতি মেহেদী হাসান কাশ্মীর ও রিয়াদুল হক রিমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর হাসপাতালের ইমারজেন্সি ম্যাডিকেল অফিসার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রহমত উল্লাহ,চট্রগ্রাম কাস্টমস কর্মকর্তা মোঃ সদর উদ্দিন মানিক, কক্সবাজার সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা জুবায়েরুল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মস্তুফা কামাল, সিটি মডেল কলেজের প্রভাষক নূর মোহাম্দ, প্রভাষক হুমায়ুন কবির, নিয়াজ মোঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহকারি অধ্যক্ষ গাজি মহসিন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম সরকার প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: