• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৮ পিএম
ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে
পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

হুমায়ুন কবির, হরিপুর সংবাদদাতা, ঠাকুরগাঁও: হরিপুর উপজেলায় একটি পুকুর খননকালে ১২ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) উপজেলার কিসমত ভৈষা গ্রামের তমিজউদ্দিনের চাঁড়াল দিঘি থেকে মাটি খননকালে এ মূর্তিটি পাওয়া গেছে । 

জানা গেছে, পুকুর খননের সময় শ্রমিকেরা একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি দেখতে পেয়ে চেচামেচি শুরু করলে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে হরিপুর থানা পুলিশকে খবর দিলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে থেকে কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে। বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২ কেজি।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক বলেন, বিষ্ণুমূর্তি কষ্টিপাথরের কি না, তা নিশ্চিত হতে পারেননি। মূর্তিটি জেলার ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image