
নিউজ ডেস্ক: ভোজ্যতেল মজুতকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের ওপর ভ্যাট ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
তিনি জানান, সয়াবিন তেলের দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: