• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কমিশনারের পরিচিত ও তার স্বজনরা পেলেন টিসিবি'র নিত্যপণ্য


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৪ পিএম
কমিশনারের পরিচিত ও তার স্বজনরা পেলেন
টিসিবি'র নিত্যপণ্য

মোতালেব শেখ, সাভার প্রতিনিধি: খাদ‍্য দ্রব‍্রের মুল‍্য উর্ধগতির কারনে সাভারে টিসিবির চাল, ডাল, তেল, চিনি পেলো কমিশনারের পরিচিত ও তাদের স্বজনরা। সাভার পৌর ১নং ওয়ার্ড উত্তর জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।

জামসিং মহল্লার জন্য ৩৩০ প‍্যাকেজ পণ্য বরাদ্দ আসে।  

প্রতি প‍্যাকেজে আছে ২লিটার তেল ২ কেজি ডাল ও ১ কেজি চিনি। মুল‍্য ৪১০টাকা মাত্র।  ১নং ওয়ার্ড কমিশনার মোঃ রমজান আহম্মেদ এই পন‍্য বিতরণের দায়িত্ব দেন উক্ত মহল্লার বাসিন্দা মোঃ ফজলুর রহমান (ফজল) মিয়াকে। ফজল মিয়া এই দায়িত্ব পেয়ে রাতারাতি নিজের বন্ধু-বান্ধব ও আত্মীয়ের মধ‍্যে গোপনে প্রায় সব পণ্য ভাগবাটোয়ারা করে দেয়। প্রকৃত অভাবী মানুষরা কেউই এ সহায়তা পায়নি।

ঢাকা নিউজের  সাভার প্রতিনিধি মুঠো ফোনে ফজল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগের জবাব দিতে চাননি।

উত্তর জামসিং একশত পঞ্চাশ হইতে দুইশত পরিবার বসবাস করে। প্রতি ঘরে একটা করে প‍্যাকেজও যদি দেয়া হয়, তারপরও ১৩০টা প‍্যাকেজ থেকে যায়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image