নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুরুতর আহত ব্যবসায়ী মইনুর রহমান (৪৫) অবশেষে মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার (২১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মইনুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাইজদিয়া গ্রামের গাজী প্রামানিকের ছেলে এবং এক মেয়ে ও এক ছেলের জনক।
নিহতের ভাতিজা সিয়ামের ভাষ্য অনুযায়ী, মইনুর রহমান গত ৯ আগস্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে দৌলতপুরের মাইজদিয়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান। সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর একটি পা কেটে ফেলতে হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: