• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গুলশানে আগুন: ১১ তলা থেকে ৩-৪ জনের লাফ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৯ এএম
১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়েছে
গুলশানে আগুন

নিউজ ডেস্ক:  রাজধানীর গুলশান -২ এ একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইউনিট বাড়ানো হয়েছে। ১৯টি ইউনিট কাজ করছিল। আরও ৪টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়েছে। এগুলোসহ মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ওই ভবন থেকে ১ নারীসহ ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image