
নিউজ ডেস্ক সরকার পতনে যা কিছু করা দরকার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেছেন, পুরো দেশ দুঃশাসনের মধ্যে পড়েছে । এ থেকে মুক্তি পেতে মার্কিন নিষেধাজ্ঞা, ভিসা নীতির ওপর নির্ভর করলে চলবে না । অবৈধ সরকারকে কেউ সরিয়ে দিতে আসবে না । দেশের জনগণকেই সেটা করতে হবে ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে শিক্ষক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন । চাকরি জাতীয়করণের দাবিতে এবং শিক্ষক- কর্মচারী নির্যাতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে এ সমাবেশ হয় ।
মির্জা ফখরুল বলেন, ‘ ক্ষমতাসীনরা ভালো কথা, শান্তির কথা শুনছে না । চোরা শুনে না ধর্মের কাহিনি । কথা শোনানোর জন্য যা কিছু দরকার তাই করতে হবে । দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, সকল মানুষকে রাজপথে সোচ্চার হতে হবে । ’
বিএনপি মহাসচিব বলেন, ‘ ভিসা নীতির কারণে ক্ষমতাসীনদের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট হচ্ছে । যারা দুর্নীতি করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে, বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করছে তারা সবাই এখন আতঙ্কিত । সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মুখে । রং হেডেড পারসন আরও রং হেডেড হয়ে গেছেন । রং হেডেড পারসন যদি আরও রং হেডেড হয়, তাকে কী বলে? উন্মাদ । ’
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ অনেক কষ্ট দিয়েছেন মানুষকে । আর নয়, এখনও সময় আছে মানে মানে বিদায় হোন । যে অপকর্ম করেছেন, এর জবাবদিহি হয়তো একসময় করতে হবে । তার আগেই যদি সসম্মানে বিদায় হতে চান তাহলে এখনও সময় আছে । ডিগবাজি খেয়ে কোনো লাভ নাই । রাজনৈতিকভাবে আপনার সময় শেষ হয়ে গেছে । মানে মানে কেটে না পড়লে জনগণ ক্ষমা করবে না । ’
শিক্ষক- কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক- কর্মচারী ঐক্য জোটের নেতারা এতে বক্তব্য দেন ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: