• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : এড. ফজলুর রহমান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৬ এএম
ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রীম কোটের আইনজীবী এডঃ ফজলুর রহমান

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রীম কোটের আইনজীবী এডঃ ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ২য় বার ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় একটি ভিডিও বার্তায় বলেছিলাম, শেখ হাসিনা আপনি ক্ষমতা ছেড়ে দেন, আর বেশি দিন টিকতে পারবেননা। এই আন্দোলনে শতশত আবু সাইদ দেশের জন্য প্রান দিয়েছে। এমন কি শিশুরাও বুলেটের আঘাত থেকে রেহাই পায়নি।  

তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি বৃহত্তর ময়মনসিংহের মানুষ ভদ্র পরিবারের সন্তান। আপনি দেশ ও জাতিকে বাঁচান। তিনি সাবেক রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের অনিয়ম, দূর্নীতির বিচার আইনের মাধ্যমে হবে। হাওড়ের জেলেদের বলেন, আপনারা ভাসান পানিতে মাছ ধরবেন। বাধাঁ দিলে প্রতিরোধ গড়ে তুলবেন। 

রবিবার মিঠামইন বাজার কাঠমহলের মাঠে বিকাল ৪টায় বিশাল জনসভায় তিনি এসকল কথা বলেন। মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তুষার আহম্মেদ শান্ত (ছাত্রদল), কামাল পাশা  (সেচ্ছাসেবক দল), ইমরান হোসেন জেরী (যুবদল), মোঃ বাছেদ সিকদার (শ্রমিকদল), মোঃ আফতাব উদ্দিন ভূইয়া (সহ-সভাপতি উপজেলা বিএনপি), মোঃ সপন ঠাকুর (সাধারন সম্পাদক ইটনা উপজেলা বিএনপি), এডঃ জসিম উদ্দিন রুবেল (সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি), এডঃ সায়েম মজুমদার (আইনজিবী), মোঃ আব্দুল্লাহ মিয়া (সাধারন সম্পাদক উপজেলা বিএনপি), এডঃ উম্মে কুলসুম রেখা (সুপ্রীমকোট আইনজিবী) প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image