নিউজ ডেস্ক : সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যারা দেশে থেকে প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীরশ্রেষ্ঠ। তিনি প্রায় এক দশক পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন আনসারি। জাতীয় প্রেসক্লাবে তার সংবর্ধনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এসব বলেন তিনি।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি।
এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত অনুরাগীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। আনসারি বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারা দেশের বীর সন্তান।
তিনি বলেন, ১৫ বছর প্রতিনিয়ত মানুষকে ভয়ের মধ্যে আটকে রাখা হয়েছিল। সবশেষে ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ থেকে সেই ভয় দূর হয়েছে। যে পরিবার তাদের সন্তান হারিয়েছে, এই বিপ্লবে তাদের ত্যাগই সবচেয়ে বেশি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখনো ভাবা যাবে না সব কিছু অর্জন হয়ে গেছে। এখনো শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। সেই সাহসে শেখ হাসিনা বলতে পারছেন, চট করে তিনি চলে আসবেন।
মুশফিক ফজল আনাসারিকে হিরো হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। রুখে দিতে থাকতে হবে ঐক্যবদ্ধ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: