• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভাষাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. মনিরুজ্জামান আর নেই


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম
বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন
ভাষাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. মনিরুজ্জামান

নিউজ ডেস্ক:  একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান (৮৪) মারা গেছেন। 
 
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ড. মনিরুজ্জামান মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেশি-পেশার ব্যক্তিরা।

মনিরুজ্জামানের মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাতিজা আপেল মাহমুদ শিকদার।

তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে সোমবার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের (সিসিইউতে) মনিরুজ্জামানকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রাতে ধানমন্ডি তাকওয়া মসজিদে বাদ এশা তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

ড. মনিরুজ্জামান ভারতের চব্বিশ পরগনার স্কুল ডায়মন্ড হারবারে পড়াশোনা শুরু করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর পৈতৃক নিবাস আদিয়াবাদ এসে গ্রামের স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সালে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। পরে ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি করেন।

কর্মজীবনে মনিরুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। 

এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সভাপতি ও কলা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। ভাষা, সাহিত্য ও ফোকলোর বিষয়ে তার ৩৫টি গ্রন্থ ও শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভাষা ও সাহিত্যেতে অবদানের জন্য ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০২৩ সালে একুশে পদক পান ড. মনিরুজ্জামান। 

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image