• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৩ পিএম
কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব
জলকেলি উৎসব

ডেস্ক রিপোর্টার: কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী ‘জলকেলি উৎসব বা সাংগ্রেং পোয়ে’ শুরু হয়েছে। করোনা মহামারির কারণে গত ২ বছর বন্ধ থাকার পর এবার এই উৎসব উদযাপন করতে পেরে খুশি সবাই।

জল ভর্তি ড্রাম সামনে নিয়ে উৎসবের প্যান্ডেলে-প্যান্ডেলে অপেক্ষমান রাখাইন তরুণীরা।  আর রঙ-বেরঙের পোষাক পরা সারিবদ্ধ হয়ে শোভাযাত্রাসহ আসছে কিশোর-তরুণের দল।

একেকটি দল প্যান্ডেলে পৌঁছালেই শুরু হয় একে-অপরকে লক্ষ্য করে জল নিক্ষেপের এই খেলা। এটা রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহি জলকেলি উৎসব বা সাংগ্রেং পোয়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দুই বছর পর এবার নানা আয়োজনে এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই উৎফুল্ল।

রাখাইন তরুণ-তরুণীরা বলেন, 'পানি খেলার মধ্য দিয়ে পুরানো গ্লানি মুছে ফেলে, ভবিষ্যতের নতুনকে বরণ করে নেয়ার জন্য আমরা সবাই সবাইকে আশীর্বাদ করি। গত দু'বছর এই জলকেলি উৎসব ঠিকভাবে পালন হয়নি। এবার আমরা পালন করতে পেরে অনেক আনন্দিত।'

রবিবার দুপুরে সদরের আছি মং পেশকার পাড়ায় স্থাপিত প্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ উৎসবের। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন রাখাইন বলেন, 'জলকেলি উৎসবের মাধ্যমে আমাদের সমস্ত পৃথিবীর যে দুর্যোগ সবকিছু কেটে উঠবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।'

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষন কান্তি দাশ বলেন, 'এখানে আমাদের পুলিশ বিভাগের সদস্যরা রয়েছেন এবং তারাও যোগাযোগ করছে প্রশাসনের পক্ষ থেকে। পর্যাপ্ত সহযোগীতার ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তাও দিচ্ছে। এরপরেও যদি কোনো প্রয়োজন হয় আমরা এখানেই আছি, সহযোগীতা পাবে।'

কক্সবাজার শহর ছাড়াও মহেশখালী, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া ও উখিয়ায় শতাধিক প্যান্ডেলে চলছে তিন দিনব্যাপী এ উৎসব।  উৎসবের সমাপ্তি হবে ১৯শে এপ্রিল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image