
নিউজ ডেস্ক : নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলো আলোচনা করছে বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবে। ব্যাংক থেকে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া হলে ৯৯ শতাংশই ভালোভাবে ফিরে আসবে।
শনিবার রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে উইমেন এন্ট্রোপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়েন্ড) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেয়েদের চলার পথ সহজ হবে না। কিন্তু সাহস করে তাদের এগিয়ে যেতে হবে। আমাদের উচিত নারীদের সমর্থন দেওয়া। বাইরের দেশের মেলাগুলোতে অন্তত ৫০ শতাংশ নারী উদ্যোক্তা যেন থাকে তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি সভাপতি জসীম উদ্দিন, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ওয়েন্ড সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, ইপিবির ভাইস চেয়াম্যান এ এইচ আহসান প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: