• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বরিশালে তিন অনলাইন জূয়ারী আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩১ পিএম
বরিশালে
তিন অনলাইন জূয়ারী আটক 

বরিশাল প্রতিনিধি : অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ বিটকয়েন লেনদেন চক্রের তিন সদস্যকে আটক করেছে বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার (২২ মে) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

আটকৃতরা  হলেন- মো. শাওন হাওলাদার সুজন (২৭), মো. ইমন হোসেন (২০) এবং মো. ইব্রাহীম মোল্লা (২০)।

মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে  বন্দর  থানার সাহেবের হাট বাজারের হাওলাদার টেলিকমে অনলাইনে জুয়া খেলে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত ফোনের বিভিন্ন আইডিতে বিটকয়েনসহ তিন হাজার ৪৫৯টি ক্রিপ্টো কারেন্সি পাওয়া যায়। তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তারা বিভিন্নভাবে অবৈধ বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সিকিনে তরুণদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্হিত ছিলেন১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন  জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে এবং পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image