
মো. হেলালুর রহমান, চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) পাবনা জেলা শাখার উদ্যোগে বাৎসরিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ শনিবার (১১ ফেব্রুয়ারি) পাবনা বাইপাস সড়কের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক আলহাজ এফ এম হুমায়ুন কবির খোকনের সভাপতিত্বে ও সহ-সভাপতি তারেক বিন আনসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহ জালাল বাচ্চু। আর্থিক প্রতিবেদন পেশ করেন পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু।
সমাবেশে বক্তব্য দেন,কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি রংপুরের মোঃ আঃ কাদের,কেন্দ্রীয় সহ-সভাপতি মনির আহমেদ মনা কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাসানুর ইসলাম রুস্টন,কেন্দ্রীয় সহ-সভাপতি আতাউর রহমান খোকা,কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম কবির উদ্দিন,কেন্দ্রীয় পরিচালক মনসুর আলম সবুজ,কেন্দ্রীয় পরিচালক শাহজাহান খান,কেন্দ্রীয় পরিচালক আনোয়ার হোসেন,কেন্দ্রীয় পরিচালক রফিকুল ইসলাম টুকু,কেন্দ্রীয় পরিচালক রাজশাহীর হারুনর রশীদ,কেন্দ্রীয় পরিচালক জাকির হোসেন রনি,খুলনা জেলা সভাপতি আব্দুল আরামিন মিলন,গাইবান্ধা জেলা সভাপতি আঃ রশিদ,বরিশাল জেলা সভাপতি আব্দুস সালাম,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,ঈশ^রদী উপজেলা সভাপতি মমিনুল হক দুলাল,ভাঙ্গুড়া উপজেলা সভাপতি আঃ আজিজ,চাটমোহর উপজেলা অর্থ ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।
সমাবেশের আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে বিশাল গাড়ী বহর পাবনা শহরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে পাবনা জেলার সকল উপজেলার বিসিডিএস নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: