• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সচিবালয়ে সংঘর্ষে আহত ৬০ জন, ঢামেকে ভর্তি ৫, আশঙ্কাজনক ২ জন: ঢামেক পরিচালক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:২৩ পিএম
সচিবালয়ে, সংঘর্ষে, আহত ৬০ জন, ঢামেকে ভর্তি ৫, আশঙ্কাজনক ২ জন, ঢামেক পরিচালক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ে আনসার ও ছাত্র সংঘর্ষে আহত ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে, আর দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া প্রায় দুই হাজার ব্যক্তি ঢামেক থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৮০০ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে ১০০ জন গুলিবিদ্ধসহ চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে আইসিইউতে ৯ জন রয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও জানান, আইসিইউতে থাকা রোগীদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীর জন্য চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। যেসব ঔষধ সরকারিভাবে সরবরাহ করা হয় না, সেগুলোরও ব্যবস্থা করা হয়েছে। ঢামেকে আহতরা যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পান, সেজন্য তাদের জন্য একটি ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করা হয়েছে।

তিনি সবার প্রতি আহ্বান জানান, যেন হাসপাতালে অযথা ভিড় না করেন এবং রোগীদের সাথে একজন করে অ্যাটেনডেন্ট থাকেন। আহতরা বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হতে পারেন, তাই সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image