
নিউজ ডেস্ক : চতুর্থ দফায় আবারও টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।
বিএনপি সূত্রে জানা যায়, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে দলটি।
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে অবরোধ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রটি নিশ্চিত করেছে।
গত ২৯ অক্টোবর ১ দিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ।
বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
তৃতীয় দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম তথ্য নিশ্চিত করেছেন, তৃতীয় দফার অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: