
আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১৩ লাখ টাকা সহ আলমগীর (৪০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর বেনাপোল বন্দর থানার নজরুল ইসলামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেপ্টেন কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণে হুন্ডির টাকা নিয়ে এক চোরাকারবারি বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা সহ তাকে আটক করা হয়। আটককের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: