
নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শনিবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ইউক্রেনে ইস্যু নিয়ে চলছে এই ফোনালাপ।
এর আগে বৃহস্পতিবার ফোনে কথা বলেন এই তিন নেতা। সে সময় ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে শর্ত দিয়েছেন তা 'কারো কাছে গ্রহণযোগ্য নয়'।
এর আগেও গত মাসে পুতিনের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেন ফ্রান্সের এই প্রেসিডেন্ট।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: