• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিসের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম
ঢামেকে, অবৈধ, অ্যাম্বুলেন্স, সার্ভিসের, বিরুদ্ধে, উচ্ছেদ, অভিযান
উচ্ছেদ অভিযানে (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে জরুরি বিভাগের পাশে এবং পুলিশ ক্যাম্পের পাশে অবৈধভাবে দখল করে রাখা এম্বুলেন্স গ্যারেজ হিসেবে ব্যবহারকারীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শনিবার (১৭ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

এসময় তিনি জানান, আমরা একাধিকবার এই অবৈধ অ্যাম্বুলেন্স মালিকদের সতর্ক করেছি যাতে তারা ঢাকা মেডিকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গ্যারেজ হিসেবে দখল না করেন। কিন্তু আমাদের কথায় তারা কোন কর্ণপাত করেনি।তাই আজ আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আজ দুপুর তিনটা থেকে ত্রিশ মিনিটের মধ্যে তাদেরকে সময় দেওয়া হয়েছে। যাতে তারা অবৈধভাবে ঢাকা মেডিকেলের জায়গায় তাদের অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিসের গ্যারেজ দখল মুক্ত করে অন্যত্র অ্যাম্বুলেন্স গাড়ি গুলি সরিয়ে নেন। 

 

তিনি আরও জানান,এই দখলকৃত জায়গাগুলোতে রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ও অতি প্রয়োজনীয় ব্যবস্থাপনা নির্মাণ করা হবে। যাতে করে ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা ঢাকা মেডিকেলের প্রতি পূর্ণাঙ্গ আস্থা জ্ঞাপন করতে পারেন।

এ সময় উচ্ছেদ অভিযানে ঢামেক হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image