নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি এবং নিউরো সার্জারি আবারো চালু হয়েছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) রাত পৌনে আটটা থেকে চিকিৎসা সেবা শুরু হয়। রোগীরা টিকিট কাউন্টারে এসে টিকিট নিতে শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, চিকিৎসকরা জরুরি চিকিৎসাসেবা চালু করেছেন এবং তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। তিনি বলেন, “চিকিৎসকরা মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার পরপরই পুরোপুরি সেবা দেবেন।”
পরিচালক আরও উল্লেখ করেন যে, “কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হয়েছে। চিকিৎসকরা এখনই জরুরি সেবা চালু করছেন। স্বাস্থ্য উপদেষ্টা তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।” চার বাহিনী মিলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া আইসিইউ, সিসিইউ, এবং এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলোও চালু হয়েছে।
গতকাল এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সকল সরকারি ও বেসরকারি চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন। ফলে রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢামেক হাসপাতালের জরুরি সেবা বন্ধ ছিল। তবে বর্তমানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য ও আনসারদের সহায়তায় জরুরি সেবা পুনরায় চালু হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: