নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বক্তব্য বলেন, আমি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছি,বন্যা পরিস্থিতি দেখেছি। পানি কমতে শুরু করেছে। অচিরেই মানুষ বাড়ি-ঘর যেতে পারবে। এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। আশা করছি খুব দ্রুত আমরা বন্যার এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্ববধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, কিছু জায়গায় খাল ও নদীতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকায় পানি ধীরগতিতে নামছে। এসব প্রতিবন্ধকতায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিষয়টি যারা করেছেন তারা বুঝতে পেরেছেন। আমরা আশা করছি তারা সেটি অপসারন করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে আমি কথা বলেছি। এখানে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা, লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ, জেপি দেওয়ান, প্রিয়াংকা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এর পূর্বে সরকারের এ উপদেষ্টা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ছাত্র, স্কাউট ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর নেন ও বিভিন্ন পরামর্শ দিয়েছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: