• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুরের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে : আন্দালিব পার্থ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম
লক্ষ্মীপুরের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ত্রান বিরতণ কালে বলেন,  রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্তদের পাশে দাঁড়াতে। এজন্য ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর জেলায় এসেছি।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে বন্যাকবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আরও বলেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে।

পরবর্তীতে দিঘলী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ কালে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image