• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইন্টারকন্টিনেন্টালে ‘আয়নাঘর’: কর্মচারীদের নির্যাতন ও চাকরি হারানোর শঙ্কা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ৩০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৬ পিএম
ইন্টারকন্টিনেন্টালে, ‘আয়নাঘর’, কর্মচারীদের, নির্যাতন ও চাকরি, হারানোর, শঙ্কা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে নূরুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কর্মচারীদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চাকুরিচ্যুত কর্মচারীরা অভিযোগ করেন, হোটেলের প্রশাসনিক ব্লকের দ্বিতীয় তলায় একটি নির্যাতন কক্ষ—'আয়নাঘর'—ব্যবহার করে কর্মচারীদের ইস্তফার চিঠিতে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে নূরুজ্জামান অভিযোগ করেন, কর্মচারীরা যখনই তাদের বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা দাবি করেন, তখনই তাদের ওপর নির্যাতনের খড়গ নেমে আসে। কিছু কর্মচারীকে বকেয়া পরিশোধ না করেই কয়েক মাস ধরে কাজ করানো হচ্ছে। এমডি, জিএম, এবং এইচ আর ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তারা নির্যাতন ও অনিয়মের সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। নির্যাতনের এক পর্যায়ে কিছু কর্মচারীকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে তুলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

নূরুজ্জামান জানান, ম্যানেজমেন্টের বিরুদ্ধে আন্দোলন শুরু করার কারণেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং রমনা থানার ওসি তাকে আন্দোলন থেকে বিরত থাকতে চাপ দেন। কিন্তু তিনি আন্দোলন থেকে সরতে রাজি না হওয়ায় তাকে দিনের পর দিন গুম করে রাখা হয়। পরবর্তীতে ছাত্র সমাজ এবং সহকর্মীদের চাপে নূরুজ্জামানকে অবশেষে মুক্তি দেওয়া হয়।

চাকুরিচ্যুত কর্মচারীরা অভিযোগ করেন, প্রশাসনের ক্ষমতার অপব্যবহার এবং কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ফলে তাদের কাজ হারাতে হচ্ছে। তারা দাবি করেন, দোষী কর্মকর্তাদের দ্রুত অপসারণ এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এছাড়াও, তারা ক্ষতিগ্রস্ত কর্মচারীদের পুনর্বহালের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা চান।

প্রতিবাদকারী কর্মচারীরা উল্লেখ করেন, হোটেলের কর্মকর্তাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের স্বাধীনতার আদর্শ ক্ষুণ্ন হবে। তারা বলেন, সরকারি অফিস ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত অপমানজনক ও অশালীন আচরণের ফলে তাদের মাথা লজ্জায় নত হচ্ছে এবং এই ধরনের পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন।

ক্ষতিগ্রস্ত কর্মচারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং জননিরাপত্তার স্বার্থে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/ সানি

আরো পড়ুন

banner image
banner image