• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে বিশ্ব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে নারী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৪ এএম
শ্রীমঙ্গলে বিশ্ব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে
নারী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

মো:জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মাসিক স্বাভাবিক, লজ্জা নয়, চাই সচেতনতা’  এই স্লোগান কে সামনে রেখে  বিশ্ব স্বাস্থ্যবিধি  দিবস ২০২৩ ইং উপলক্ষে আইডিয়ার আয়োজনে শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানে প্রমিলা নারী  প্রীতি  ফুটবল ফাইনাল  ম্যাচ অনুষ্টিত্য হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩০ মে  (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪ টায় শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের মাঠে  প্রমিলা নারীদের নিয়ে তিনদিন ব্যাপী প্রমিলা নারী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে আইডিয়া (এনজিও)।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। বিশেষ অথিতি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রর্বতী, রাজঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমদ, সাবিত্রী শীল, রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মাধবী রানী তাঁতি, এছাড়াও ওয়াটারএইড বাংলাদেশের ম্যানেজার ইমামুর রহমান, ওয়াটারএইড -এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কে.এ. আমিন, আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, আইডিয়ার প্রজেক্ট কর্মকর্তা এডভোকেসি বিশ্বজিৎ সহ প্রমুখ।

ফাজলং প্রমিলা নারী একাদশ  বনাম হাম হাম ভিপি রাজঘাট মধ্যকার প্রমিলা নারী প্রীতি ফুটবল ম্যাচে ফাইনাল খেলা অনুষ্ঠিত্য হয়েছে। ফাইনাল খেলায় হাম হাম প্রমিলা নারী ভিপি রাজঘাট কে ০১ গোলে পরাজিত করে ফাজলং প্রমিলা নারী  ফুটবল একাদশ।

ওয়াটারএইড -এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কে.এ. আমিন বলেন, ‘মাসিক'কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করতে হবে। আমরা দেখেছি, শ্রীমঙ্গলের অনেক রিমোট এলাকায় এখনো মাসিকের বিষয়ে কুসংস্কার হিসেবে দেখে। একটা মেয়ের মাসিক হলে দেখা যায় যে, সে আত্মীয়স্বজনের সামনে যায় না, বিদ্যালয়ে যায় না। এখানে মাসিককে একটা রোগ হিসেবে দেখা হয়। যেমন কুষ্ঠ রোগ হলে কাছে যেতে দেয় না, দূরে দূরে রাখে। এমনও সময় দেখা যায় মাসিক হলে মেয়েদের আলাদা থাকতে দেওয়া হয়। আলাদা থালাবাসনে খেতে দেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image