• ঢাকা
  • শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হিরো আলমের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
হিরো আলমের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি  মঙ্গলবার (১৮ জুলাই) সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে হিরো আলমের ওপর হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের শেষের দিকে বাদানুবাদে লিপ্ত হন তিনি। এ ঘটনায় আমরা ৮ জনকে গ্রেফতার করেছি। ভিডিও ফুটেজ দেখে আমরা সবাইকে ধরবো, পুলিশ কোনো গাফিলতি করলে সেটাও দেখা হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন , হিরো আলমের ঘটনা থেকে যে মেসেজ পাওয়া গেল, তাতে আমাদের আরো সতর্ক থাকতে হবে।
 
আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বাড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন গুয়েন লুইস। তিনি ক্যাম্পে হত্যাকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহারের জন্য বলেছেন।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image