• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে হারিকেন জ্বালিয়ে বিএনপির মিছিল, পুলিশের বাধা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম
উপকেন্দ্রে স্মারকরিপি দেয় বিএনপির প্রতিনিধি দল
হারিকেন জ্বালিয়ে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক:  ময়মনসিংহে হারিকেন ও মোমবাতি জ্বালিয়ে শহরের বাতিরকল বিদ্যু অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। তবে বাতিরকল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা। ফলে সেখানেই সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সমাবেশ শেষে বাতিরকলে অবস্থিত পিডিবির ময়মনসিংহ দক্ষিণ কার্যালয়ের উপকেন্দ্রে স্মারকরিপি দেয় বিএনপির প্রতিনিধি দল।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক সেকান্দর আলী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম প্রমুখ।

দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image