
মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রিমা (০৪), সে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের রিপন ফকিরের মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের খালে নিখোঁজ হয় রিমা। অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পানিতে রিমার লাশ ভাসতে দেখেন তারা।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: