• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:২৩ এএম
রাজধানীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা ওরিয়েন্টাল স্কুলের মোড় এলাকায় আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ।

শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের মামা আপেল মাহমুদ জানান, তার ভাগিনা ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি সন্ধ্যায় চায়ের দোকানে চা খাওয়ার সময় আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তারা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সাঈদের বাড়ি ডেমরা আমতলা বাহির টেংরা এলাকায়। তিনি সিকান্দার আলীর সন্তান এবং এক সন্তানের জনক। তার ছয় বোন ও এক ভাই রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image