
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ঝালুয়া গোয়াল পাড়ার দেলোয়ার নামক এক যুবক স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন।
জানা যায়, উপজেলা নান্দাইলের নান্দাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঝালুয়া গোয়াল পাড়া মহল্লার মৃত রইছ উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন ( ৩৮) গত শনিবার ( ২৪ জুন) রাত ৮টার দিকে স্থানীয় হেমগঞ্জ ( ঝালুয়া) বাজার থেকে নিজ বাড়িতে আসার পথে হেমগঞ্জ বাজারের মসজিদের সামনে সড়কে আসা মাত্রই পুর্ব থেক উৎপেতে থাকা ঝালুয়া গ্রামের সন্ত্রাসী যথা, ক্রমে মৃত মাতাব আলীর পুত্র দুলাল মিয়া, হেলাল,মফিজ উদ্দিনের পুত্র রফিকুল, মৃত খালেকের পুত্র আল আমিন,মৃত মৃত মোতালেবের পুত্র সুজন গংরা পথ রোধ করে এলোপাতারিভাবে কুপাইয়া গুরুতর জখম করে।
আহত দেরোয়ারকে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংখাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক ভাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন।বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। পরবর্তীতে সন্ত্রাসীরা রাত ৯টার দিকে দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংছুর করে। নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে দেলোয়ারের পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: