• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভূমিকম্পের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১০ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১১ এএম
ভৌগোলিক অবস্থান থেকে ১০ ফুট দূরে সরে গেছে
ভূমিকম্প

নিউজ ডেস্ক:  ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তুরস্ক তার আগের ভৌগোলিক অবস্থান থেকে ১০ ফুট দূরে সরে গেছে। এমনটিই দাবি করেছেন এক ভূবিজ্ঞানী।

ইতালির ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক কার্লো ডগলিয়োনি আবার দাবি করেছেন, টেকটনিক প্লেটগুলোর সঞ্চালনের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেছে। তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, আগামী দিনে উপগ্রহচিত্রের মাধ্যমে এই ছবিটি আরও স্পষ্ট হবে।

তুরস্কের বেশিরভাগই রয়েছে অ্যানাটোলীয় প্লেটের ওপর। এর উত্তরে রয়েছে ইউরেশীয় প্লেট। দক্ষিণে রয়েছে আফ্রিকা প্লেট এবং পূর্বে আরবীয় প্লেট। ফলে দুটি বড় চ্যুতিরেখা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল জিওলজির অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান বদলের সম্ভাবনা স্বাভাবিক। ৬.৫ থেকে ৬.৯ তীব্রতার ভূমিকম্পের ফলে এক মিটারের মতো প্লেটগুলো সরে যায়। তবে তার থেকে বড় মাপের কোনো কম্পনে ১০-১৫ মিটার সরে যেতে পারে প্লেটগুলো।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image