• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেন নিকৃষ্টতম প্রেসিডেন্ট: ট্রাম্প


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০১ পিএম
যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেন নিকৃষ্টতম প্রেসিডেন্ট
বাইডেন-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন। এদিকে, নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় বিভিন্ন অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন বাইডেন। জয় পেলে শিক্ষার্থী ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি। এরইমধ্যে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে চলছে নির্বাচনের আগাম ভোট গ্রহণ।

দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। শেষ মুহূর্তে চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের জোর প্রচারণা। এই নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই আগামী বছর আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় নেমে এমন আভাস দেন তিনি। এসময় জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকৃষ্টতম প্রেসিডেন্ট উল্লেখ করে, ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান ট্রাম্প।
 
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন নিকৃষ্টতম প্রেসিডেন্ট। ২০২৪ সালে আমরা আবারও হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছি। সিনেটে জায়গা নিতে যাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রে ফিরতে চলেছি। তবে, ২০২৪ সালের নির্বাচনের আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক জয় লাভ করতে হবে। আপনাদের সুযোগ এসেছে পুনরায় সিনেটের শক্তিশালী ও সাহসী সদস্যকে বেছে নেয়ার।
 
নির্বাচন ঘনিয়ে আসায় ভোট চাইতে একের পর এক অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও পেনসিলভেনিয়াতে সমাবেশ করেন তিনি। যেখানে বাইডেনের বিপুল সংখ্যক ভোটার রয়েছে বলে জানান বিশ্লেষকরা।
 
এদিন প্রচারণায় নেমে দেশের অর্থনীতি, বেকারত্ব দূরীকরণ ও স্বাস্থ্যখাতে নিজ প্রশাসনের প্রতিশ্রুতির কথা আবারও স্মরণ করিয়ে দেন ভোটারদের। রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে বাইডেন বলেন, তারা ক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যখাত ও অবসরকালীন নিরাপত্তা বাধাগ্রস্ত হবে। এসময় নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দেন বাইডেন।
 
বাইডেন বলেন, এই সপ্তাহের শেষে শিক্ষা মন্ত্রণালয় ১ কোটি ৬০ লাখ মার্কিন নাগরিকদের আবেদনের অনুমোদন দেবে। তাদের ঋণ পরিশোধের আগেই শিক্ষার্থী ঋণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে।
 
প্রচারণায় নেমে নারী অধিকার রক্ষায় কাজের প্রতিশ্রুতি দেন ডেমোক্র্যাটপন্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী ৮ নভেম্বর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি ও সিনেটের ১শ’ টি আসনে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট। এরমধ্যেই, কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনেরে আগাম ভোট গ্রহণ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image