• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খালেদা জিয়ার মানহানির দুই মামলার শুনানি ২৩ ফেব্রুয়ারি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০৯ পিএম
মানহানির দুই মামলার শুনানি ২৩ ফেব্রুয়ারি
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : মানহানির পৃথক দুই মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে  অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আবেদন করলে এ দিন ধার্য করা হয়।

এদিন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভুয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার পৃথক মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। পরে আদালত নতুন দিন ধার্য করেন।

স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মানহানির মামলা করেন।

‘ভুয়া’ জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন।

২০১৮ সালের ৩১ জুলাই এ দুই মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image