• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি : তথ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম
শা‌ন্তি সমাবেশ
শা‌ন্তি সমাবেশে বক্তব‌্য রাখেন তথ‌্য ওসম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

ডেস্ক রি‌পোর্ট : রাজনীতি থেকে পরিত্যক্ত ও টোকাইদের নিয়ে ৩৪ দলীয় জোট করেছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, রাজনীতিতে যাদের খবর নাই তারাই এখন বিএনপি জোটের সদস্য।

শনিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ’বিএনপি এতদিন মিছিল-মিটিং করেছিল। তাদের দম ফুরিয়ে আসায় এখন পদযাত্রা করছে। তারা দিনের বেলায় পদযাত্রা বা পদভ্রমণ করছে, আর রাতের বেলায় অ্যাম্বাসিতে গিয়ে কূটনীতিকদের পদলেহন করছে। এ দুটি নীতিতে চলছে বর্তমান বিএনপি। বিদেশিরাও বুঝতে পেরেছে বিএনপির কোনো সম্ভাবনা নেই। তাই অনেক অনুনয়-বিনয় করেও বিদেশিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি বিএনপি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ’দেখা গেছে ৩৪ দলীয় জোটের সমাবেশের মঞ্চে বসেন ২৪ জন, সামনে সাংবাদিক ১০০ জন ও ১৬ জন বসা জোটের সদস্য। এ থেকে বাংলার জনগণ বুঝেছে, আগামী নির্বাচনে বিএনপির কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ’২০০৮ সালে দেশে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। সে সময় বিএনপি আসন পেয়েছিল মাত্র ২৯টি। এরপর ২০১৪ সালে তারা পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালে ডান, বাম, তালেবান সবাইকে নিয়ে ঐক্য করে মাত্র ৬টি আসন পেয়েছিল। জোট করে কোনো লাভ না হওয়ায় তারা আবার জোট ভেঙে দিয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না। এজন্য তারা সারা দেশে আগুনসন্ত্রাসীদের মাঠে নামিয়েছে। বিষধর সাপ বিএনপি সুযোগ পেলেই ছোবল মারবে। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তারপর মাঠ ছাড়ব।’

তিনি বলেন, ’বিএনপি ভেবেছিল সংসদ থেকে তাদের নেতারা পদত্যাগ করলে সরকার পড়ে যাবে। কিন্তু বিএনপির এমপিরা পদত্যাগ করায় আওয়ামী লীগের কাতুকুতু হয়েছে। সেসব আসনে উপনির্বাচনের মাধ্যমে নতুন এমপিরা শপথও নিয়েছে। এখন বিএনপির এমপিরা হা-হুতাশ করছে। 


উকিল আব্দুস সাত্তার বিএনপি থেকে পালিয়ে গিয়ে আবার এমপি হয়েছে। আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি থেকে সরে এসে শত শত উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশ নেবে। তখন কোন্দলের মধ্যে বিএনপি দল খুঁজে পাবে না। এদিকে নাজমুল হুদার তৃণমূল বিএনপি নির্বাচনে আসার জন্য তো রেডি আছেই এও ব‌লেন তি‌নি।

ড. হাছান মাহমুদ বলেন, ’বিএনপি সিরাজগঞ্জে কয়েকদিন আগে শান্তি সমাবেশে হামলা করেছে। তাদের নেতাকর্মীরা বন্দুক উচিয়ে সমাবেশে গেছে হামলা করতে। বিএনপি দেশে অশান্তি করার চেষ্টা করছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করতে বাধ্য হয়েছে।’

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. সফুরা বেগম, রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক প্রমুখ।

 


 

 

 

 

 


    

 

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image