
ডেস্ক রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেরাও জানে না, তারা কখন কী চায়। নির্বাচন কমিশন আইন ইস্যুতে সরকারকে বিব্রত করাই বিএনপির লক্ষ্য। আইনটি সংসদে তোলার আগে ও পরে দলটির বক্তব্য সম্পর্কে কথা বলতে গিয়ে সমালোচনা করেন তিনি।
আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও বিএনপির অবস্থান স্ববিরোধী ও সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বকশী বাজারে নবকুমার ইনস্টিটিউটে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, সপ্তাহখানেক আগেও বিএনপি বলেছিল, সরকার চাইলে এই অধিবেশনেই আইন পাস করতে পারে। এখন আইনমন্ত্রী যখন সংসদে আইন তুললেন, তখন বলল তড়িঘড়ি করা হয়েছে। যে কোনো ইস্যুতে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন এই নেতা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: