
নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ছয়টি মার্কেটের প্রায় ছয় হাজার দোকান ও হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ সদস্য সহ ১১ জন আহত হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন- দুর্যোগকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি অবৈধ আওয়ামী লীগ সরকার। কিসের উন্নয়ন জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে! অবিলম্বে অগ্নিকাণ্ডের রহস্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করুন। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে সরকারকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: