• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় মাদক সেবির ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০৬ পিএম
ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড 
কারাদণ্ড 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সিরাজুল ইসলাম মুইন নামে এক মাদকসেবি কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।দন্ডিত ব্যক্তি উপজেলার দধিভাঙ্গা গ্রামের মৃত মনির হোসেনের পুএ।

শনিবার (২৪ আগষ্ট) দুপুরে এ দন্ডাদেশ প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদক বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম উপজেলার দাউদখালী ইউনিয়নের দধিভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উক্ত এলাকার মাদকসেবি সিরাজুল ইসলাম মুইন কে আটক করা হয়।অতঃপর মাদক সেবনের দায়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম মুইন কে প্রচলিত আইনে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।  

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে। 

এ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image