• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫০ পিএম
প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ

নিউজ ডেস্ক : বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁকে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শনিবার রাতে এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করাবেন। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের সন্তান।

প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। শনিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগের পর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে বিচার ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image