• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের দাফন সম্পন্ন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৩ পিএম
সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের
মহুমের ২য় জানাজার নামাজ

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে টানা আটবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে ঢাকার ল্যাবএইড হাসপাতালে গত রবিবার রাত ৮টায় ইন্তেকাল করেন। মৃতকালে তিনি এক স্ত্রী ও দুই কন্যা রেখে যান। মহুমের ২য় জানাজার নামাজ তার নিজ বাড়ী জামগ্রামে অনুষ্ঠিত হয়। সেখানে তার পারিবারিক করবস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী সরকারী কলেজে মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় । জানাযার পুর্বে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধ মোস্তাফিজুর রহমানকে রাস্ট্রিয় সালাম জানান। পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক,সাবেক মেয়র মাহামুদ আলম লিটন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আমাজ হোসেন, পার্বতীপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে বক্তব্যে তার ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। টানা ৮ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারে মৃতুতে তার নির্বাচনীয় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image